Sports

কোচিতে চ্যাম্পিয়নের কাপ হাতে মাতোয়ারা অ্যাটলেটিকো দে কলকাতা

চ্যাম্পিয়নের মেডেল গলায় ঝুলিয়ে আর তর সইছিলনা হিউম, বোরহা, তিরি, দেবজিতদের। স্ট্যান্ডের ওপর রাখা কাপের দিকে জুলজুল নজরে চেয়ে লাইন দিয়ে পিছনে দাঁড়িয়ে গিয়েছিলেন তাঁরা। কখন হাতে উঠবে ওই কাপটা। যার দিকে চেয়ে ৭৬ দিনের এই ম্যারাথন লড়াই চালিয়ে গেছেন তাঁরা! অবশেষে সেই মুহুর্তটা এল। যার জন্য আইএসএলের শুরুতে ৮টা দলই অধীর আগ্রহে অপেক্ষা করেছে। আর কাপ হাতে পেয়ে শুরু হয় সেলিব্রেশন! আশপাশে তখন আতসবাজির রোশনাই। সোনালি রাংতার বৃষ্টিতে কিছুক্ষণের জন্য সব সোনালি হয়ে গেল। কোচির ভর্তি গ্যালারি তখন ফাঁকা ধুধু করছে। কয়েকজন কেরালার সমর্থক মুখ শুকনো করে দাঁড়িয়ে আছেন ইতিউতি। পাথর কঠিন মুখে চেয়ে আছেন কলকাতার সেলিব্রেশনের দিকে। তাতে অবশ্য কলকাতার কিছু যায় আসে না। হুল্লোড় ক্রমশ বেড়েছে।

কাপ তাঁদের হাতে সেকথা যেন বিশ্বাসই হচ্ছিল না খেলোয়াড়দের। পরে কলকাতার দুই কর্তা সঞ্জীব গোয়েঙ্কা ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে ট্রফি হাতে নীতা আম্বানিকে পাশে নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলতে দেখা গেল। সৌরভ জানিয়ে দেন আসল জয়ের সেলিব্রেশন হবে কলকাতায় ফিরে। এদিন এটিকে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও বেশ কিছু পুরস্কার ঘোষণা হয়েছে। কেরালা পেয়েছে দ্বিতীয় স্থান পাওয়ার মেডেল। সঙ্গে ৪ কোটি টাকার নগদ পুরস্কার। চ্যাম্পিয়ন হয়ে কলকাতা পেয়েছে ৮ কোটি। দিল্লির মের্সেলিনো পেরেইরা পেয়েছেন টুর্নামেন্টে সর্বাধিক গোল করার জন্য গোল্ডেন বুট। টুর্নামেন্টের ফিটেস্ট প্লেয়ার ট্রফি জিতেছেন এটিকের বোরহা ফার্নান্ডেজ। উইনিং পাস অফ দ্যা লিগ জিতে নিয়েছেন এটিকের দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় সমিক দ্যুতি। প্রতিযোগিতার সেরা গোলকিপার হয়ে গোল্ডেন গ্লাভস জিতেছেন মুম্বইয়ের অমরিন্দর সিং। ইমার্জিং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন চেন্নাইয়ানের লালারিমজালা। হিরো অফ দ্যা লিগ মনোনীত হয়েছেন দিল্লির মালুউরা। তাছাড়া ২০১৬ আইএসএলের ফেয়ার প্লে পুরস্কার গেছে চেন্নাইয়ানের কাছে। আর ফাইনালে হিরো অফ দ্যা ম্যাচ হয়েছেন কলকাতার সেরেনো।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button