খেলায় আধিপত্যের কথা যদি বলা হয় তবে তা ছিল কলকাতার ঝুলিতে। ফলে শুরু থেকেই বল নিয়ন্ত্রণে মুম্বইকে পিছনে ফেলে দেয় কলকাতা। প্রথম দুটো ম্যাচের দুটোতেই জিতে থাকা মুম্বই কিন্তু চাপে পড়েও প্রথমার্ধের ২৭ মিনিটে কলকাতাকে পিছনে ফেলে দেয়। মেসিয়াস ডেফেডেরিকোর দুরন্ত দূরপাল্লার শট কলকাতার গোলকিপারের সব চেষ্টাকে বিফল করে জড়িয়ে যায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় শুরু থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মুম্বই। তাও আবার ঘরের মাঠে, নিজের সমর্থকদের সামনে। খুব স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় কলকাতা। এরপর প্রায় পুরো ম্যাচেই কলকাতা চেষ্টা করেছে মুম্বইয়ের জালকে পাখির চোখ করতে। কিন্তু ব্যর্থ হতে হয়েছে। সেই ব্যর্থতাকে ভুলিয়ে দেয় খেলার ৮২ মিনিটের মাথায় জাভি লারার স্বপ্নের শট। যে লম্বা শট দাঁড়িয়ে দেখা ছাড়া মুম্বইয়ের আর বিশেষ কিছু করার ছিলনা। বিশ্বমানের ফুটবল কাকে বলে তা বোধহয় এই শট থেকেই ভারতীয় দর্শককে উপহার দিয়ে যান লআরা। খেলা শেষ হয় ১-১ গোলে। মুম্বইয়ের সঙ্গে ড্রয়ের সুবাদে কলকাতা একধাপ এগিয়ে আইএসএলের তালিকার ৩ নম্বরে জায়গা করে নিল। অন্যদিকে এদিন ড্র করলেও নিজেদের ১ নম্বরে তুলে আনল মুম্বই।
Read Next
Sports
October 12, 2024
ডিএসপি পদ, পুলিশের বড়কর্তা হলেন ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ
October 22, 2024
ক্রীড়াক্ষেত্রে বড় ধাক্কা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের পদকের আশা কমল
October 12, 2024
ডিএসপি পদ, পুলিশের বড়কর্তা হলেন ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ
October 3, 2024
নীরজ চোপড়ার মাকে চিঠি লিখে নিজের মায়ের রান্নার কথা জানালেন প্রধানমন্ত্রী
October 1, 2024
খেলবেন না বুঝিয়েও বছরের পর বছর খেলে যাচ্ছেন, ধোনিকে খোঁচা শাহরুখের
Related Articles
Leave a Reply