Sports

পরপর ২টি লিগ শিল্ড, ওড়িশাকে হারিয়ে ইতিহাস লিখল মোহনবাগান

ওড়িশাকে হারিয়ে দিতে পারলেই ইতিহাস রচনা হবে। তাই এই ম্যাচ ঘিরে মোহন সমর্থকেরা উত্তেজনায় ফুটছিলেন। তাঁদের সেই আনন্দ ফেটে পড়ল জয় পাওয়ার পর।

চলতি আইএসএল-এ মোহনবাগান অন্য দলগুলির চেয়ে অনেকটা এগিয়েই ছিল। রবিবার যুবভারতীতে মলিনার ছেলেদের মুখোমুখি হয়েছিল ওড়িশা। ক্রমতালিকায় ৭ নম্বরে থাকা ওড়িশাকে মোহনবাগান এদিন হারাতে পারাটা কেবল একটা জয় ছিলনা। ছিল ইতিহাস লেখা।

তাই ইতিহাসের সাক্ষী হতে এদিন মোহন সমর্থকদের ভিড় যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল নজরকাড়া। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় মোহনভারতী কথাটা ঘুরপাক খাচ্ছিল। এদিন খেলার শেষে যুবভারতী হয়ে গেল মোহনভারতী।


ওড়িশাকে হারিয়ে মোহনবাগান কেবল চলতি আইএসএল-এ লিগ শিল্ড জয়ের খেতাবই অর্জন করল না, ইতিহাস লিখে প্রথম ক্লাব হিসাবে পরপর ২ বার এই লিগ শিল্ড জেতার সম্মান অর্জন করল।

এর আগে কোনও দল পরপর ২ বার লিগ শিল্ড জিততে পারেনি। ফলে ভারতীয় ফুটবলে আরও একটি ইতিহাস লিখে দিল বাংলার শতাব্দী প্রাচীন সবুজ মেরুন।


খেলার শুরুতে একটাই চিন্তা ছিল মোহন সমর্থকদের। ওড়িশার সঙ্গে চলতি আইএসএল-এ প্রথম ম্যাচে ড্র করেছিল মোহনবাগান। তাই ওড়িশা ফিরতি ম্যাচেও জয় রুখে দেবে কিনা তা নিয়ে একটা সন্দেহের অবকাশ ছিল তাঁদের মনে।

এদিন খেলা শুরুর পর থেকে ওড়িশা কিন্তু মোহনবাগানকে এতটুকু জায়গা ছাড়েনি। সুযোগ ২ দলের সামনেই এসেছে। কিন্তু কেউই জালে বল জড়াতে পারছিলনা। মোহনবাগানের সামনে একাধিক সহজ সুযোগ আসে। নষ্টও হয়।

খেলা প্রথম ৯০ মিনিটে গোলশূন্য ছিল। এর মধ্যে প্রায় ৯০ মিনিটের কাছে পৌঁছে ওড়িশার মল নামে খেলোয়াড় বক্সের দরজায় ফাউল করে লাল কার্ড দেখেন। ফলে শেষের কিছু মিনিট ১০ জনে খেলতে হয় ওড়িশাকে।

অতিরিক্ত ৯ মিনিট যে সময় দেওয়া হয় সে সময় মোহনবাগান প্রবল আক্রমণ শুরু করে। আর তাতেই কাজ হয়। ৯৩ মিনিটের মাথায় পেট্রাটোসের দুরন্ত দূরপাল্লার শট ওড়িশার জালে জড়িয়ে যায়। বল ধরার জন্য ঝাঁপানোর সময়টুকুও ওড়িশার গোলরক্ষক পাননি।

এই গোলের পরই মোহন সমর্থকেরা যুবভারতীতে আনন্দে ফেটে পড়েন। লিগ শিল্ড যে তাঁদের হাতের মুঠোয় তা প্রায় নিশ্চিত হয়ে যান মোহন সমর্থকেরা। পেট্রাটোসও তাঁর চেনা ভঙ্গিতে আনন্দে ফেটে পড়েন।

বাকি কয়েক মিনিটে ওড়িশা মোহনবাগানের গোলমুখ খুলতে পারেনি। ফলে ইতিহাস লিখে ফেলে মোহনবাগান। ৫২ পয়েন্ট নিয়ে কয়েক ম্যাচ বাকি থাকতেই তারা শিল্ড জয় করল। এদিন সবুজ মেরুন খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে মোহন কোচ মলিনাকেও প্রবল আনন্দে মাতোয়ারা হতে দেখা যায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button