কয়েকদিন আগের কথা। পুরুষদের এশিয়া কাপ হকির শিরোপা উঠেছে ভারতের মুকুটে। তারপর কিছুদিনের মধ্যেই সেই শিরোপা আবার অর্জন করে নিল ভারত। এবার প্রমীলা বাহিনী ঘরে আনল এশিয়া সেরা হওয়ার সম্মান। জাপানে এদিন ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে ৫-৪-এ চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় মহিলা দল।
প্রতিযোগিতার শুরুতে চিনকে একবার হারিয়েছিল ভারত। তখন ভারতের সামনে তেমন কড়া প্রতিদ্বন্দ্বিতার প্রাচীর তৈরি করতে না পারলেও ফাইনালে এক অন্য চিনকে এদিন মাঠে দেখতে পাওয়া যায়। যদিও ২৫ মিনিটের মাথায় প্রথম গোলটা আসে ভারতের ঝুলিতে। নভজ্যোৎ কউরের গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু খেলার ৪৭ মিনিটে খেলায় সমতা ফেরায় চিন। পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলাকে চরম মুহুর্ত পর্যন্ত পৌঁছে দেয় চিন। খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। আর সেখানেই শেষ হাসি হাসলেন ভারতীয় মহিলারা। একই বছরে পুরুষ ও মহিলা বিভাগে এশিয়া সেরা হওয়ার বিরল সম্মান এখন ভারতের ঝুলিতে।