মানুষকে মানুষ না ভাবলে কি হয় বুঝিয়ে দিলেন অষ্টাদশী কিশোরী
অনেক মানুষ আছেন যাঁরা অন্য মানুষকে মানুষ বলে বিবেচনা করেননা। বিশেষত সাধারণ কাজে নিযুক্তদের। তাঁদেরই একজনকে শায়েস্তা করলেন এক অষ্টাদশী কিশোরী।
সমাজে কোনও কাজই ছোট নয়। কিন্তু কিছু কাজকে অতিসাধারণ কাজ বলে মনে করেন অনেকে। তেমন কাজে নিযুক্তদের অনেকে অবহেলার নজরে দেখেন। কিছু বিত্তবান মানুষ তো তাঁদের মানুষ বলেই বিবেচনা করেননা। কিন্তু কেউ যে কাজেই নিযুক্ত থাকুন না কেন, মানুষকে যে মানুষের মর্যাদা দিতে হয়, তার পাঠ পড়ালেন এক অষ্টাদশী কিশোরী।
ওই কিশোরী রোজগারের জন্য একটি গাড়ি ধোয়ার সংস্থায় কাজ করেন। গাড়ি ধোয়ার জন্য এক ধরনের প্রবল গতিতে জল বার হওয়া হোস পাইপ দিয়ে তিনি গাড়ি পরিস্কার করে দেন। সেদিনও ওই কিশোরী পেশাদার মানসিকতা নিয়েই একটি গাড়ি ধোয়া শুরু করেছিলেন। ঠিক তখনই ঘটে ঘটনাটা।
ওই কিশোরী কিছু বুঝে ওঠার আগেই গাড়ির জানালার কাচ নামিয়ে ভিতরে থাকা যাত্রী তাঁর মুখে লেমোনেড ছুঁড়ে মারেন। কিশোরী কিন্তু এতটুকুও না ঘাবড়ে গিয়ে হাতে থাকা হোস পাইপের প্রবল গতির জল ওই নামানো কাচের জানালা দিয়ে লেমোনেড ছোঁড়া যাত্রীর ওপর ছিটিয়ে দেন। তাঁর মুখে এভাবে লেমোনেড ছোঁড়ার শাস্তি তৎক্ষণাৎ পেয়ে যান ওই যাত্রী।
ঘটনার একটি ভিডিও সোশ্যাল সাইটে হুহু করে ছড়িয়ে পড়ে। ওই গাড়ির যাত্রীর বেপরোয়া উন্নাসিকতা আর মানুষকে মানুষ বলে জ্ঞান না করার প্রবণতার বিরুদ্ধে ওই ১৮ বছরের কিশোরীর পাল্টা জল ছেটানোকে অধিকাংশ মানুষই তারিফ করেছেন।
ওই কিশোরী সঠিক কাজ করেছেন বলেই মতামত ব্যক্ত করেছেন অধিকাংশ মানুষ। ঘটনাটি ঘটেছে আমেরিকার ইন্ডিয়ানায়। খবরটি বিশ্বের প্রায় প্রতি প্রান্তের সংবাদমাধ্যমেই ছড়িয়ে পড়তে সময় নেয়নি।