১২ দিন ধরে কৌটো মাথায় ঘুরল হরিণ
মাথায় কৌটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা হরিণ। এমন দৃশ্য অনেকেরই নজর কেড়েছে। এমনভাবেই ১২ দিন ধরে ঘুরে বেড়াল সে।
হরিণ জঙ্গলের প্রাণি। তার সঙ্গে মানুষের যোগাযোগ তেমন নেই। তবে এখন অনেক সময় খাবারের খোঁজে হরিণরা লোকালয়ে প্রবেশ করে। এমনকি বাড়িতে, দোকানেও ঢুকে পড়ে। তবে সে উদাহরণ ভারতে নেই। আমেরিকার মত দেশে এমনটা হামেশাই দেখা যায়।
হয়তো তেমনিভাবে এ হরিণ একটি প্লাস্টিকের স্বচ্ছ কৌটো পেয়েছিল। যার মধ্যে খাবার আছে ভেবে বা সত্যিই হয়তো কিছু খাবার ছিল, যে খাবার খেতে মাথা ঢুকিয়ে দেয় ওই কৌটোয়। বড় কৌটোটি তখনই হয়তো তার মাথায় ঢুকে আটকে যায়। যা সে হরিণ আর বার করে উঠতে পারেনি।
তাকে ওই অবস্থায় দেখা যায় ঠিকই, কিন্তু কৌটো তার মাথা থেকে বার করার জন্য এগোনো যাচ্ছিল না তার দিকে। ফলে তার মাথায় কৌটো থেকেই যায়।
এর ১২ দিন পর ফের বনকর্মীরা তাকে দেখতে পান। সেই কৌটো তখনও তার মাথায় ঢুকে আছে। তবে একটি পরিবর্তন হয়েছে। দেখা যায় কৌটোয় একটা ফাটল ধরাতে পেরেছে ওই হরিণটি। যে ফাটল দিয়ে সে জল ও খাবার খেতে পারছিল।
এবার অবশ্য বনকর্মীরা তার দিকে ঘেঁষতে পারেন। তার মাথা থেকে কৌটো বার করতে দেয় হরিণটি। বনকর্মীরাও সযত্নে হরিণটির কোনও ক্ষতি যাতে না হয় সেদিকে পূর্ণ নজর রেখে কৌটোটি সাবধানে বার করে আনেন হরিণের মাথা থেকে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ইন্ডিয়ানার ভার্মিলিয়ন কাউন্টিতে।