সস্তার এয়ারলাইন্স হিসাবে ইন্ডিগো যথেষ্ট পরিচিত। ভারতে লো কস্ট এয়ারলাইন্সের অন্যতম ইন্ডিগো। সেই ইন্ডিগো এবার কলকাতা থেকে চালু করতে চলেছে একটি নতুন রুটে উড়ান। কলকাতা ও শিলচরের মধ্যে উড়ান চালু করছে ইন্ডিগো। ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ হচ্ছে। বহু মানুষের এরফলে যাতায়াতে সুবিধা হবে।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে চালু হবে কলকাতা-শিলচর উড়ান। ফলে সুবিধা হবে ব্যবসায়ীদের। সুবিধা হবে পর্যটকদের। প্রত্যেকদিন ২টি করে উড়ান চালু করছে ইন্ডিগো। অসমের ডিব্রুগড়, মেঘালয়ের শিলং, ত্রিপুরার আগরতলা পর্যন্ত আগেই উড়ান চালু করেছে এই বিমান সংস্থা। এবার চালু হতে চলেছে শিলচরের সঙ্গে যোগাযোগ।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে কলকাতা ও শিলচরের মধ্যে যে উড়ান চালু হতে চলেছে তার সময়সূচি জানিয়েছে সংস্থা। সকাল সাড়ে ৭টায় কলকাতা ছাড়বে বিমান। শিলচর পৌঁছবে পৌনে ৯টায়। শিলচর থেকে রিটার্ন ফ্লাইট কলকাতার উদ্দেশে পাড়ি দেবে সওয়া ৯টায়। কলকাতা পৌঁছবে বেলা সাড়ে ১০টায়। ইন্ডিগোর আশা এই রুটে তারা যথেষ্ট যাত্রী পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা