মুখ ঘুরিয়ে অন্যদেশে চলে গেল এ দেশের বিমান
যে কোনও বিমানের যাত্রাপথ নির্ধারিত থাকে। তবে সেই যাত্রাপথের মাঝেই আচমকা রুট বদলে অন্যদেশে চলে গেল ভারতীয় বিমান।
যে কোনও বিমান কোন পথে তার গন্তব্য পৌঁছবে তা মোটামুটি নির্ধারিত থাকে। সেভাবেই শারজা থেকে একটি ভারতীয় বিমান সংস্থার বিমান আসছিল হায়দরাবাদের দিকে।
ইন্ডিগো সংস্থার বিমানটি ভারতীয় আকাশে ঢোকার আগেই আচমকা মুখ ঘোরায়। তারপর পাইলট বিমানটিকে নিয়ে চলে যান পাকিস্তানের করাচিতে।
করাচি বিমানবন্দরে সেটিকে অবতরণও করানো হয়। বিমানে থাকা যাত্রীরা ওই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েন। যদিও পরে তাঁদের কাছে বিষয়টি পরিস্কার হয়।
শারজা থেকে বিমানটি বেশ আসছিল। তবে মাঝ আকাশে পাইলট বিমানটিতে কিছু যান্ত্রিক গোলযোগের সন্ধান পান। তিনি কোনও ঝুঁকি নিতে চাননি।
হায়দরাবাদ কেন ভারতীয় আকাশে প্রবেশের মত সময়ও তিনি দিতে চাননি। প্রয়োজনীয় অনুমতি নিয়ে করাচি বিমানবন্দরে সেটিকে জরুরি অবতরণ করানো হয়।
বিমানটি অবতরণের পর সেটিকে পরীক্ষা করে দেখা হয় তার যান্ত্রিক সমস্যা। এদিকে যাত্রীদের আনতে ইন্ডিগোর আর একটি বিমান করাচি অভিমুখে যাত্রা করে। সেই বিমানেই ফেরেন যাত্রীরা।
সম্প্রতি ভারতের ২টি বিমান সংস্থার বিমানে একের পর এক গোলযোগ ধরা পড়েছে। স্পাইসজেট এবং ইন্ডিগো বিমান সংস্থার বিমান আকাশে ওড়াকালীন সমস্যার শিকার হয়।
যান্ত্রিক গোলযোগ ধরা পড়ার পর পাইলট কোনও ক্ষেত্রেই ঝুঁকি নেননি। জরুরি অবতরণ করান। কোনও বিমানের কোনও যাত্রীর সমস্যা না হলেও এভাবে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক পেয়ে বসেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা