
ব্যাগে লেখা ছিল ব্যাগে বোমা আছে। সেটা চোখে পড়তেই সন্দেহ। আর সেই সন্দেহের কাঁধে ভর করেই এক মেডিক্যাল ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল বিমানবন্দর কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। এক কাশ্মীরি তরুণী এদিন বিমানে কলকাতা থেকে দিল্লি আসেন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরা। শ্রীনগরের রাজবাগের বাসিন্দা ওই তরুণী বাংলাদেশে মেডিক্যাল পড়েন। এদিন বাড়ি ফিরছিলেন তিনি। ঢাকা থেকে কলকাতা হয়ে দিল্লি। সেখান থেকে তাঁর বাড়ি ফেরার কথা। অভিযোগ তাঁর ব্যাগে বোমা আছে একথা লেখা দেখে তাঁকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয় তাঁর ব্যাগ পরীক্ষা। সেই সঙ্গে তাঁকে আলাদা করে জিজ্ঞাসাবাদও করেন তাঁরা। দীর্ঘক্ষণ এসব চলার পর কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও পাঠিয়েছেন তিনি।