বিমানে মহিলার গায়ে প্রস্রাবের পর ফের প্রকাশ্যে প্রস্রাবের ঘটনা ঘটল বিমানবন্দরে
বিমানে এক বৃদ্ধ মহিলার গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনায় দেশে তোলপাড় পড়ে গেছে। সেই রেশ কাটার আগেই ফের বিমানবন্দরে ঘটল প্রস্রাব কাণ্ড।
নিউ ইয়র্ক থেকে দিল্লি আসার বিমান আকাশে থাকাকালীন এক ব্যক্তি নিজের সিট থেকে উঠে এক বৃদ্ধা মহিলার সামনে এসে তাঁর গায়ে প্রস্রাব করে দেয়। যা নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়।
ওই ব্যক্তিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়। এমনকি এয়ার ইন্ডিয়ার ওই বিমানের পাইলট ও কর্মীদেরও শাস্তির মুখে পড়তে হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিমানবন্দরে সকলের সামনে প্রস্রাবের ঘটনা ঘটল। এবার অকুস্থল দিল্লি বিমানবন্দর।
সদা ব্যস্ত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ডিপার্চার গেটের সামনে তখন যাত্রীদের ভিড় ছিল যথেষ্টই। সেই ভিড়ের মধ্যেই সকলকে অবাক করে মহিলা পুরুষ নির্বিশেষে যাত্রীদের সামনেই এক ব্যক্তিকে প্রস্রাব করতে দেখা যায়।
বিমানবন্দরে এভাবে প্রকাশ্যে গেটের মুখে প্রস্রাবের ঘটনায় হইচই পড়ে যায়। দ্রুত পুলিশের কাছে ফোন যায়। পুলিশ ওই ব্যক্তিকে পাকড়াও করে।
জানা যায় জুহর আলি খান নামে ওই ব্যক্তি বিহারের বাসিন্দা। তিনি সৌদি আরব যাচ্ছিলেন। দিল্লি থেকে বিমানে ওঠার কথা ছিল। কিন্তু তার আগে বিমানবন্দরের দরজায় প্রস্রাব করে দেন তিনি।
জানা গিয়েছে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। এভাবে মদ্যপ অবস্থায় বিমান যাত্রা এবং এভাবে কখনও বিমানবন্দরে কখনও যাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা রীতিমত আতঙ্কের কারণ হয়ে উঠেছে বিমান যাত্রীদের জন্য। ২টি ঘটনা পরপর ঘটার পর বিষয়টি নিয়ে আরও আলোচনা শুরু হয়েছে।