World

ধারাবাহিক বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১১

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া। সেই সুরাবায়া শহর এদিন কেঁপে উঠল পরপর বিস্ফোরণে। ৩টি বিস্ফোরণ হয় এদিন। যারমধ্যে ২টি মানব বোমা বিস্ফোরণ বলে মনে করছে স্থানীয় প্রশাসন। যে ফুটেজ পুলিশের হাতে এসেছে তাতে বিস্ফোরণের জেরে সুরাবায়া শহর তো বটেই, এমনকি গোটা ইন্দোনেশিয়া জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্বের সর্বাধিক মুসলিম বাসিন্দার দেশে হওয়া এই ধারাবাহিক বিস্ফোরণের দায় আইএস জঙ্গি সংগঠন স্বীকার করলেও, ইন্দোনেশিয়া পুলিশ সেকথা মানতে নারাজ। বরং সরাসরি এই বিস্ফোরণে নাম না জড়ালেও চরমপন্থি সংগঠন জামা আনশারুত দুল্লা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ইঙ্গিত করেছে পুলিশ।

এদিনের বিস্ফোরণে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত কমপক্ষে ১১ জন। ৪১ জন গুরুতর আহত হয়েছেন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিনের সবকটি বিস্ফোরণের লক্ষ্য ছিল চার্চ। রবিবার বিস্ফোরণ ঘটানোর কারণও হয়তো ছিল। কারণ রবিবার সকালে চার্চে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা প্রার্থনার জন্য হাজির হন। ফলে সেখানে ভিড় থাকে। আর ঠিক সেই সময়েই বিস্ফোরণ ঘটাতে পারলে মৃত্যু মিছিল দীর্ঘ হবে। হয়তো এটাই ছিল জঙ্গিদের পরিকল্পনা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button