১ সপ্তাহ আগেই ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিয়েছিল ১৭টি প্রাণ। গুঁড়িয়ে গিয়েছিল একের পর এক বাড়ি। কিন্তু তখনও কেউ বুঝতে পারেননি যে আগামী দিনে কি ভয়ঙ্কর প্রলয় আসতে চলেছে। রিখটার স্কেলে ৬.৯ মাত্রার ভূমিকম্প প্রবল ধ্বংসাত্মক বলেই বিবেচিত হয়। সেই মাত্রার ভূমিকম্পে রবিবার আরও একবার প্রকৃতির ধ্বংসলীলার মুখে পড়ল ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপ। দেশের অন্যতম সেরা এই পর্যটনস্থল হপ্তাখানেক আগের ভূমিকম্পের আঘাত এখনও সামলে উঠতে পারেনি। তার মধ্যেই আরও একবার প্রবল কম্পনে প্রায় মাটিতে মিশে গেল দ্বীপটি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৮২, আহত অসংখ্য। ফলত মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। রিং অফ ফায়ারে অবস্থান করার জন্য ইন্দোনেশিয়া এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা। দেশের মানুষ ভূমিকম্পকে দৈনন্দিন জীবনের অংশ হিসাবেই চিনে থাকেন। কিন্তু ১ সপ্তাহের মধ্যে ৬.৪ ও ৬.৯ মাত্রার দুটি প্রবল ভূমিকম্প সাধারণ মানুষের সেই মনোবলকে চুরমার করে দিয়ে গেল।