এই নিয়ে তৃতীয়বার থরথর করে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালির কাছে লোম্বক দ্বীপ। যা সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ বলে পরিচিত। লোম্বক মানেই সারা বছর পর্যটকদের ভিড়। সেই লোম্বক এই মাসের শুরুতে কেঁপে উঠেছিল। প্রবল কম্পন কেড়ে নিয়েছিল ৪৬০টি প্রাণ। আহত বহু মানুষ। তছনছ হয়ে গেছে গোটা দ্বীপ। সেই দুঃস্বপ্নের স্মৃতি কাটিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল লোম্বক। কিন্তু সেটুকু সুখও ভাগ্যে সইল না। ফের রবিবার কেঁপে উঠল ইন্দোনেশিয়ার দ্বীপ লোম্বক।
প্যাসিফিক রিং অফ ফায়ার। ভূমিকম্প প্রবণ এই অঞ্চলেই রয়েছে ইন্দোনেশিয়ার অনেক দ্বীপ। ফলে কম্পন এখানে নতুন নয়। এদিন প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র ফিজিতে সকালে প্রবল কম্পন অনুভূত হয়। মাত্রা ছিল ৮.২। তারপরই লোম্বক কেঁপে ওঠে। এখানে মাত্রা ছিল ৬.৩। যা প্রবল কম্পন হিসাবেই ধরা হয়ে থাকে। একেই বোধহয় বলে মরার ওপর খাঁড়ার ঘা। এদিন কম্পনের জেরে ধস নামে। যার জেরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত তা পরিস্কার নয়। হতাহতের কোনও খবর নেই।