বৃহস্পতিবার ফের কেঁপে উঠল প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত পাপুয়া নিউগিনি এবং ইন্দোনেশিয়ার জাভা। কম্পনের মাত্রা ছিল ৬। এই মাত্রাকে তীব্র কম্পন হিসাবেই ধরা হয়। কম্পনের জেরে বহু বাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে অনেকে রাস্তায় বেরিয়ে আসেন। ইন্দোনেশিয়ার জাভা ও বালিতে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ৩ জনের মৃত্যু হয়েছে। অনেক বাড়ি তাসের ঘরের মত ভেঙে পড়েছে। বালি সাগরে ছিল কম্পনের কেন্দ্রস্থল।
এর কিছু পরেই কেঁপে ওঠে পাপুয়া নিউগিনি। কম্পনের মাত্রা ছিল ৭। তীব্র এই কম্পনের কেন্দ্রস্থল ছিল জলের ৪০ কিলোমিটার গভীরে। কম্পনের পর অতিকায় ঢেউ উঠতে চলেছে বলে সতর্ক করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। তবে পাপুয়া নিউগিনিতে কম্পনের মাত্রা বেশি থাকলেও এখানে এখনও কোনও হতাহতের খবর নেই। ২ জায়গাতেই কম্পন হয় স্থানীয় সময় ভোরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা