বছরের প্রথম দিনে পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়ার রীতি দীর্ঘদিনের। পয়লা জানুয়ারির সকালে তাই দিনটা খুশিতে ভরিয়ে তুলতে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে টিডাং দ্বীপের দিকে রওনা দিয়েছিল পর্যটক ঠাসা নৌকা জারো এক্সপ্রেস। টিডাং ইন্দোনেশিয়ার অন্যতম আকর্ষণ। জাকার্তার বন্দর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে যাওয়ার জন্য রওনা দেওয়ার ১৫ মিনিটের মধ্যেই নৌকার পিছন দিক থেকে ধোঁয়া বার হতে দেখেন সকলে। শুরু হয় হুড়োহুড়ি। তারপরই আগুন দেখতে পেয়ে লাইফ জ্যাকেট নেওয়ার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। ততক্ষণে আগুনের গ্রাসে চলে গেছে নৌকার সিংহভাগ।
প্রাণভয়ে বহু মানুষ সমুদ্রে লাফ দেন। যদিও আগুনের গ্রাস থেকে মুক্তি পাননি সকলে। ২৩ জন নৌকায় জীবন্ত পুড়ে মারা যান। ১৭ জন প্রাণে মারা না গেলেও তাঁদের দেহের একটা বড় অংশ পুড়ে গিয়েছে। জলে যাঁরা ঝাঁপ দিয়েছিলেন তাঁদের মধ্যে ১৯৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও সমুদ্রে নিখোঁজ ১৭ জন।