একের পর এক মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠছে ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাওয়েসি প্রদেশ। গত এক সপ্তাহ ধরে এই কাণ্ড হচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে পাহাড়ি এলাকায় ঢাল বেয়ে যখন তখন ধস নামা। এই জোড়া প্রাকৃতিক হানায় কার্যত দিশেহারা এখানকার মানুষজন। ইতিমধ্যেই বাড়িঘর ফেলে ৮ হাজারের ওপর মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। ধসের গ্রাসে চলে যাচ্ছে বহু জনবসতি। ইতিমধ্যেই ধসে চাপা পড়ে ৭ জনের প্রাণ গিয়েছে।
এরসঙ্গে আবার মাঝে মধ্যেই কেঁপে উঠছে ভূমি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড হচ্ছে ৫.১ থেকে ৫.৫-এর মধ্যে। কিন্তু এমন অহরহ কাঁপায় আতঙ্ক পিছু ছাড়ছে না স্থানীয়দের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা