সোমবার একবার সকাল ৭টা ৪৩ মিনিটে। আবার ৮টা ৫৭ মিনিটে। এই ২ বার জ্বালামুখ থেকে ছিটকে বেরিয়ে এল ধোঁয়া, ছাই আর গলিত লাভা। গরম ছাই উড়তে শুরু করল আকাশে। যে ২ বার জ্বালামুখে বিস্ফোরণ হল সেই ২ বারই অল্প কেঁপে উঠল আশপাশের বিস্তীর্ণ এলাকা। দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। জ্বালামুখের ৪ কিলোমিটারের মধ্যে কারও ঢোকা নিষিদ্ধ করা হয়।
সোমবার সকালে ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের মাউন্ট সোপুতান আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়ায় ১২৯টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। সবকটিই প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত। তারই একটি সোপুতান।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)