
অন্তত ৪৩ জনের প্রাণ গেল ভয়াবহ সুনামিতে। প্রায় ৫৮৪ জন আহত। রবিবার সকালে ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেট সমুদ্রতটে আছড়ে পড়ে সুনামি। তছনছ হয়ে যায় জনজীবন।
ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে যে কয়েকশো বাড়ি সুনামির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের এনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি জেগে ওঠার পর সমুদ্রের নিচে কোনও ভূমিধ্বসের ফলেই সুনামি তৈরি হয়েছে বলে মনে করছে ইন্দোনেশিয়ার প্রশাসন। তারা আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে। পূর্ণিমা ও জোয়ার থাকায় সুনামির প্রকোপ আরও ভয়ানক হতে পারে বলেই মনে করছে বিপর্যয় মোকাবিলা দফতর।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)