World

সুনামির ঢেউ কেড়ে নিল ১৬৮টি প্রাণ

শনিবার রাতে হওয়া সুনামির জেরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ১৬৮ ছুঁয়েছে। ৭৪৫ জন আহত। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে স্থানীয় প্রশাসন। শনিবার রাত সাড়ে ৯টায় ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেটের কাছে আছড়ে পড়ে সুনামি। সুনামি যে আসছে তার কোনও আগাম সতর্কতা নাকি ছিলনা। ফলে তা ক্ষতি করেছে অনেক বেশি। আগে থেকে খবর থাকলে মৃতের সংখ্যা হয়তো কিছুটা কমত।

মনে করা হচ্ছে এনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি জেগে ওঠায় সমুদ্রের তলায় ধস নামে। তার জেরে সুনামি হয়। তবে এটা খতিয়ে দেখা হচ্ছে এই সুনামির কারণ আগ্নেয়গিরির জেগে ওঠা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। কয়েক হাজার বাড়ি ভেঙে পড়েছে। সবচেয়ে বড় আতঙ্ক হল এখনও স্থানীয়রা অনেকে দ্বিতীয় সুনামি হতে পারে বলে ভয় পাচ্ছেন।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button