গত শনিবার এনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জেরে ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেটে জলের তলায় ধস নামে। ফলে সৃষ্টি হয় অতিকায় ঢেউ। সেই ঢেউ নিয়ে আসে ভয়ংকর সুনামি। শনিবার রাতে আগাম কোনও সতর্কবার্তা ছাড়াই সুনামি আছড়ে পড়ে সংলগ্ন স্থলভূমিতে। শুরু হয় ধ্বংসলীলা। ঢেউয়ের ধাক্কায় তছনছ হয়ে যায় বহু এলাকা। তাণ্ডব থামলে শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ যতই সরানো হয়েছে ততই বেরিয়ে এসেছে মৃতদেহ। যা বাড়তে বাড়তে বুধবারে এসে ঠেকেছে ৪৩০-এ। এখনও ২২ হাজার মানুষ সহায় সম্বলহীন।
এখনও ইন্দোনেশিয়ায় হওয়া এই সুনামিতে বহু মানুষের খোঁজ নেই। অনেকে জলে ভেসে গিয়েছেন। অনেকে হারিয়ে গেছেন ধ্বংসস্তূপের তলায়। ফলে ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরানো হলে আরও দেহ বেরিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)