World

ইন্দোনেশিয়ায় বাজির কারখানায় আগুন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে ট্যানজেরং-এ একটি জনবহুল এলাকার বাজি কারখানায় ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দুপুর পর্যন্ত ৪৭ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও অনেকে কারখানার মধ্যে রয়েছেন। তাঁদের কী পরিস্থিতি কারও জানা নেই। কারাখানার আগুন না নেভা পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা পরিস্কার হবেনা বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন। জোরকদমে আগুন নিভিয়ে অবস্থা আয়ত্তে আনার সবরকম চেষ্টা চালায় দমকল।

প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে দুর্ঘটনা বলে মনে হলেও প্রকৃত কারণ এখনও অজানা। আগুন নিভলে তবেই তদন্ত শুরু করা সম্ভব বলে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞেরা জানিয়েছেন। উদ্ধারকাজ চলছে। পুলিশ জানিয়েছে, আগুন লাগে কারখানার সামনের অংশে। ওই কারখানায় ১০৩ জন কাজ করতেন। তাঁদের অধিকাংশই মহিলা। তাঁরা বাঁচার জন্য খুব স্বাভাবিকভাবেই কারখানার পিছন দিকে যেতে থাকেন। কিন্তু শেষরক্ষা হয়নি। আগুনের গ্রাসে পড়তে হয়েছে সকলকেই। ৩০ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের চিকিৎসা চলছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button