তাকে খাওয়ানোর কাজই করছিলেন ওই মধ্যবয়সী মহিলা। পার্ল ফার্মে এটাই ছিল ডেইসি টুয়ো-র কাজ। প্রায় ৭০০ কেজি ওজনের বিশালকায় ওই কুমিরকে খাওয়ানোর সময় কোনওভাবে কুমিরের সামনে পড়ে যান তিনি। সময় নষ্ট করেনি কুমিরটি। তৎক্ষণাৎ ডেইসির ওপর ঝাঁপিয়ে পড়ে সে। তারপর তাঁর হাত ও পেটের বেশ কিছুটা অংশ খুবলে নেয়। এরপর নিজের দেহের ভারে পিষে মারে ডেইসিকে।
শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি-তে। পুলিশ জানাচ্ছে এখানেই রয়েছে পার্ল ফার্মটি। ওই ফার্মের মালিক এক জাপানি নাগরিক। সেখানে কুমিরটিকে বেআইনিভাবে রাখা হয়েছিল। ওই জাপানি নাগরিককে পাকড়াও করার চেষ্টা চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)