প্রকৃতি বিরূপ হলে তাণ্ডব হয়। আর সেই তাণ্ডবই প্রত্যক্ষ করছে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশ। বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। ভয়ংকর বন্যা অভিশাপের মত থাবা বসিয়েছে এখানে। ইতিমধ্যেই বন্যা কেড়ে নিয়েছে ৬৩টি প্রাণ। এখনও মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। কারণ এখনও বন্যায় ভেসে গিয়ে অনেকের খোঁজ নেই। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
একটানা বৃষ্টি হচ্ছিল। প্রবল বৃষ্টি। তাও একটানা। ফলে গত শনিবার সন্ধে ৬টার পর পাপুয়া প্রদেশের জয়াপুরা জেলার বহু গ্রামে জল ঢুকতে শুরু করে। জলস্তর হুহু করে বাড়তে থাকে। রাত যত বাড়ে ততই অবস্থা শোচনীয় আকার নিতে থাকে। ২১ জন বন্যার জেরে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বন্যার প্রকোপ মিনিটে মিনিটে বাড়তে থাকে। মানুষ পালাতে থাকেন।
স্থানীয় প্রশাসন জানাচ্ছে প্রায় ৩ হাজার মানুষ রাতেই বাড়িঘর ছেড়ে প্রাণ বাঁচাতে পালাতে থাকেন। বন্যার তোড়ে বহু ঘরবাড়ি, ব্রিজ সহ অন্যান্য নির্মাণ ভেসে যেতে থাকে। এদিকে টানা বৃষ্টিতে এখানে অনেক জায়গায় হড়কা বান দেখা দেয়। পাহাড়ি এলাকায় পাহাড়ের গা বেয়ে নেমে আসা কাদাধস পরিস্থিতি আরও ভয়ংকর করে তোলে। উদ্ধার কাজ চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)