প্রবল কম্পনে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। দ্বীপপুঞ্জ নিয়ে তৈরি এমন এক দেশ যা প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থান করছে। ফলে এখানে ভূমিকম্প নতুন কিছু নয়। কিন্তু সেই কম্পনের মাত্রা যদি রিখটার স্কেলে ৬.১ হয় তাহলে সেখানে আতঙ্ক তো ছড়াবেই। যা হল রবিবার কাকভোরে। তখনও ইন্দোনেশিয়ার নুসা তেনগারা প্রদেশের মানুষের অধিকাংশেরই ঘুম ভাঙেনি। রবিবার ছুটি থাকায় হয়তো আলস্যটাও একটু বেশিই ছিল। ঠিক তখনই ভোরের সুন্দর ঘুমের মাঝেই থরথর করে কেঁপে ওঠে চারধার। খাট থেকে ফ্যান, টেবিল, চেয়ার, সোফা সবই নড়ে ওঠে। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কম্পন অনুভূত হতেই সকলে পরিবার নিয়ে যত দ্রুত সম্ভব বাড়ি ছেড়ে বেরিয়ে খোলা জায়গায় চলে আসেন। ৬.১ মানে প্রবল কম্পন। কম্পনের পরেই আরও আতঙ্ক বাড়ায় সুনামির আশঙ্কা। একে ভূমিকম্পের আতঙ্ক, তার ওপর সুনামির ভয়। যদিও কম্পন তীব্র হলেও সুনামি সতর্কতা জারি হয়নি। তবে রবিবারের ছুটির দিনে ভোর থেকে সকাল হয় মুখে চোখে আশঙ্কার মেঘ নিয়ে। আফটার শকের একটা আতঙ্ক বেলা পর্যন্ত বজায় ছিল সকলের মনে।
ভোর ৪টে ৫৩ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের তলদেশের মাটি থেকে ৫৭৩ কিলোমিটার গভীরে। সুনামি সতর্কতা জারি না হওয়ায় একটা বাঁচোয়া। তবে মানুষের ফের স্বাভাবিক জীবনে ফিরতে বেলা গড়িয়ে যায়। এই কম্পনের জেরে কোনও হতাহতের খবর নেই। তবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তা জানা যায়নি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)