গরম কাদার আক্রমণে ছারখার গ্রামের পর গ্রাম
প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াস উত্তাপের সেই কাদায় বহু গ্রাম পুড়ে ছারখার হয়ে গেছে। বিপর্যস্ত এলাকার অবস্থার উন্নতির হওয়ার পর একদল বিজ্ঞানী ঐ অঞ্চল পরিদর্শন করেন।
কাদা ছোঁড়াছুঁড়ি বা কাদা বৃষ্টির কথা আমরা সকলেই শুনেছি। কিন্তু গরম লাভার মতো মাটি ফুঁড়ে কাদা বেরিয়ে আসার কথা শুনেছেন কি? এমন ঘটনাই গত ১০ বছর ধরে ঘটে চলেছে ইন্দোনেশিয়ার অন্তর্গত জাভা দ্বীপে। ২০০৬ সালের মে মাস থেকে ঐ অঞ্চল গরম কাদার উদ্গিরণ লুসির আক্রমণে বিপর্যস্ত।
প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াস উত্তাপের সেই কাদায় বহু গ্রাম পুড়ে ছারখার হয়ে গেছে। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে, ৬০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া।
বিপর্যস্ত এলাকার অবস্থার উন্নতির হওয়ার পর একদল বিজ্ঞানী ঐ অঞ্চল পরিদর্শন করে জানিয়েছেন একাধিক আগ্নেয়গিরির সঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগের কারণ জড়িয়ে আছে।
লুসির রাসায়নিক উপাদান পরীক্ষা করে তাঁরা এর সঙ্গে লাভার অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা ঐ এলাকার ভূকম্পন মেপে একপ্রকার নিশ্চিত হয়েছেন যে মাটির নিচে থাকা কোনও লাভা-সুড়ঙ্গের অদৃশ্য চাপ অনবরত কাদার স্তরকে উপরের দিকে ঠেলে তুলছে। যা থেকেই এই বিপত্তি।