প্রবল ভূমিকম্পের জেরে মৃত্যু হল ৮ জনের। ২০ জন গুরুতর জখম হয়েছেন। প্রবল কম্পন অনুভূত হওয়ার পর বহু মানুষ বাড়িঘর ছেড়ে পালান। যে সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় ৮ হাজার! কম্পন অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৬টা ৪৬ মিনিটে। কম্পনের মাত্রা ছিল ৬.৫। যা মাঝারি মাত্রার কম্পন হলেও তার তীব্রতা যথেষ্ট পরিমাণে অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার এই ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশে। কম্পনের জেরে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় চলে আসেন। তখন শহর পুরো জেগে ওঠেনি। তার আগেই এমন কম্পন ভয়ের সঞ্চার করে। এদিকে প্রথম কম্পনের পর ফের কেঁপে ওঠে এলাকা। আফটার শকের জেরে আতঙ্ক আরও পেয়ে বসে। আফটার শক অনুভূত হয় সকাল ৭টা ৩৯ মিনিটে। কম্পনের মাত্রা ছিল ৫.৬।
৮ জনের মৃত্যুর পাশাপাশি এদিনের ভূমিকম্প এলাকার প্রভূত ক্ষতি করেছে। হাসপাতাল, ব্রিজ, বিশ্ববিদ্যালয় ভবন, সাধারণ মানুষের বাড়ি, সর্বত্রই ফাটল ধরেছে। বাড়ির ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়া এমনিতেই ভূমিকম্প প্রবণ রাষ্ট্র। কারণ অবশ্যই প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার। যে এলাকায় ভূমিকম্প প্রবণ বলেই পরিচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা