বড়দিনের ঠিক আগেই এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ২৬ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একটি যাত্রী বোঝাই বাস খাদে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গিরিখাতে পড়ে যায়। খাদের গা বেয়ে গড়াতে গড়াতে গিয়ে পড়ে অনেক নিচ দিয়ে বয়ে যাওয়া নদীতে। বাসটি দুর্ঘটনার কবলে পড়ার পর যাত্রীরা আর্তনাদ করতে থাকেন। দুর্ঘটনার পর পুলিশ উদ্ধারকাজে হাত লাগায়। ১৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এখনও পরিস্কার নয় বাসে ঠিক কতজন ছিলেন।
একে মধ্যরাত। তারওপর পাহাড়ি রাস্তা। পাহাড়ি রাস্তায় রয়েছে অনেক বাঁক। সেই বাঁকটি সন্তর্পণে পার হতে হয় বাস চালকদের। পাশেই খাদ। খাদের ধার ধরে গার্ডরেল রয়েছে। তবে বাস নিয়ন্ত্রণ হারালে গার্ডরেল দিয়ে তার খাদে পড়া রোখা অসম্ভব। এক্ষেত্রেও তাই হয়। বাসটি গার্ডরেল ভেঙেই ১৫০ মিটার নিচে গিয়ে নদীতে পড়ে।
ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সুমাত্রায়। খাদ ধরে বাস গিয়ে পড়ে এখানকার লেমাতং নদীতে। দুর্ঘটনার কারণ এখনও পরিস্কার নয় পুলিশের কাছে। তা নিয়ে তদন্ত হচ্ছে। তবে ইন্দোনেশিয়ার এসব পাহাড়ি রাস্তায় অনেক জায়গায় খুব ঝুঁকির বাঁক রয়েছে। রাস্তা গেছে বেঁকে। সেখানে একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা অবধারিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা