জেগে উঠল আগ্নেয়গিরি, বিমানের জন্য জারি লাল সতর্কতা
আগ্নেয়গিরি জেগে ওঠায় তার আশপাশের আকাশ দিয়ে বিমান যাত্রায় জারি হল লাল সতর্কতা।
জাকার্তা : রবিবার সকালে জেগে উঠল আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি মাথায় যে জ্বালামুখ রয়েছে তা থেকে বেরিয়ে আসতে থাকে কুণ্ডলী পাকানো ধোঁয়া। ধোঁয়ায় চারিদিক ক্রমশ ঢেকে যেতে থাকে। সেইসঙ্গে জ্বালামুখ থেকে বেরিয়ে আসা ছাই উড়তে থাকে। বহু দূর দূর পর্যন্ত আগ্নেয়গিরি থেকে বার হাওয়া ছাই ছড়িয়ে পড়ে। ফলে চারিদিকের জনবসতিতে আতঙ্ক ছড়ায়। প্রশাসনের তরফে জারি হয় নির্দেশিকা।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে রবিবার সকালে জেগে ওঠে মাউন্ট মেরাপি। আগ্নেয়গিরির মুখ থেকে এত বেশি ধোঁয়া ও ছাই বার হতে থাকে যে প্রশাসনের তরফে দ্রুত বিমানের যাতায়াতের ওপর লাল সতর্কতা জারি করা হয়। সতর্ক করা হয় আশপাশের সব বিমানবন্দরকে। এদিকে আগ্নেয়গিরি এত দ্রুত স্বমূর্তি ধারণ করছে যে আশপাশের বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।
আগ্নেয়গিরি থেকে চারধারে ৩ কিলোমিটার পর্যন্ত এলাকার মধ্যে কারও প্রবেশ নিষেধ করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। দরকারে অনেক বাসিন্দাকে এখান থেকে সরানো জন্য তৈরি তারা। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি। গত এপ্রিল মাসের ২ তারিখেই জেগে উঠেছিল এই আগ্নেয়গিরি। আকাশের ৩ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেবার পৌঁছে গিয়েছিল মেরাপির ছাই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা