প্রিয়জনের মৃত্যুতে শোকপ্রকাশ করতে মহিলাদের বিসর্জন দিতে হয় দেহের অংশ
প্রিয়জনের মৃত্যু সবসময়ই শোকের। যা অনেকে বহুদিনেও ভুলতে পারেননা। কিন্তু শোকপ্রকাশ করতে এক জনজাতিতে এমন কাজ করতে হয় যা ভয়াবহ।
প্রিয়জন বিশ্বের সব মানুষেরই থাকে। মৃত্যুও অবশ্যম্ভাবী। ফলে প্রিয়জন যতই প্রিয় হন না কেন তাঁকে একদিন না একদিন হারাতেই হয়। প্রিয়জনের মৃত্যু সব মানুষকেই শোকের আবহে ডুবিয়ে দেয়।
শোকপ্রকাশের জন্য নানা প্রথাও প্রচলিত। দানি নামে একটি আদিবাসী সম্প্রদায় রয়েছে যাদের আবার পরিবারের মহিলাদের প্রিয়জনের মৃত্যু ওই মহিলার জন্য যেমন শোকবহ তেমনই কিছুটা হলেও আতঙ্কের।
দানি আদিবাসীদের পরিবারের মহিলা সদস্যের প্রিয়জনের মৃত্যু হলে ওই মহিলার হাতের একটি আঙুল চেপে বেঁধে দেওয়া হয়। শুধু আঙুলের উপরের গাঁটটি খোলা থাকে।
এবার আঙুলটি খুব চেপে বেঁধে দেওয়ায় অবশ হয়ে এলে মহিলার অভিভাবক বা ভাই বোন কেউ ওই আঙুলের ডগাটি কেটে দেন। রক্ত আটকাতে দ্রুত ওই আঙুলটির কাটা অংশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এতে সংক্রমণের ভয়ও কমে।
এই ভয়াবহ প্রথা কিন্তু ইন্দোনেশিয়ার এই দানি আদিবাসীদের মধ্যে প্রচলিত। এতে আজীবনের জন্য আঙুলের ডগাটি খোয়াতে হয় ওই মহিলাকে।
ওই আদিবাসীরা বিশ্বাস করেন এভাবে আঙুল কেটে শোকপ্রকাশ করলে মৃতের আত্মাও ওই মহিলাদের থেকে দূরে থাকে। এমন এক প্রথা কিন্তু ওই মহিলার জন্য কার্যত ভয়াবহ।
আঙুলের একটা অংশ কাটা যাওয়ার যন্ত্রণা ওই মহিলাকে সহ্য করতে হয়। যদিও এটা ওই আদিবাসীদের প্রাচীন প্রথা। তবে তা কখনওই গ্রহণযোগ্য হতে পারেনা।