ছবির নেশায় আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে গেলেন মহিলা
এমন অনেক আগ্নেয়গিরি আছে যা পর্যটকদের দেখতে নিয়ে যাওয়া হয়। ছবি তুলতে গিয়ে তেমনই একটি আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে গেলেন এক মহিলা।
স্বামীর সঙ্গে বেড়াতে এসেছিলেন তিনি। আগ্নেয়গিরি ভয়ংকর, আবার মানুষের কাছে এক অন্যতম কৌতূহলের জিনিসও। তাই আগ্নেয়গিরি দেখার সুযোগ পেলে মানুষ ছাড়তে চান না। একবার জ্বালামুখে উঁকি দিয়ে দেখতে চান নিচেটা কেমন। যেখান থেকে বেরিয়ে আসে লাভার স্রোত।
পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হওয়া এমনই একটি আগ্নেয়গিরি দেখতে একজন গাইড নিয়ে ওই দম্পতি হাজির হয়েছিলেন একদম আগ্নেয়গিরির জ্বালামুখের সামনে।
ইন্দোনেশিয়ার ইজেন এমন এক আগ্নেয়গিরি যার জ্বালামুখের ধার পর্যন্ত পৌঁছতে পারেন পর্যটকেরা। গাইড ২ জনকে নিয়ে সেখানে পৌঁছলে ওই মহিলা ছবি তুলতে শুরু করেন।
এই সময় ছবি তোলার জন্য তিনি জ্বালামুখের খুব কাছে যাওয়ার চেষ্টা করলে গাইড তাঁকে বারণ করতে থাকেন। কিন্তু তা সত্ত্বেও তিনি এগিয়ে যান।
তারপর আচমকাই তাঁর পা পর্যন্ত ঝুলতে থাকা পোশাকে পা যায় জড়িয়ে। তখন তিনি একদম জ্বালামুখের ধারে। সামনেই খাদের মত গহ্বরে ঢুকে গেছে জ্বালামুখটি। পায়ে পোশাক জড়িয়ে মহিলা টাল সামলাতে না পেরে উল্টে যান জ্বালামুখের গহ্বরের মধ্যে।
তাঁকে উদ্ধারের চেষ্টা দ্রুত শুরু হয়। প্রায় ২ ঘণ্টা পর উদ্ধারকারীরা তাঁকে তুলে আনেন। তবে তাঁর দেহে প্রাণ ছিলনা। ওই চিনা দম্পতির ঘটনা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। স্ত্রীকে এভাবে হারিয়ে ভেঙে পড়েন স্বামী। প্রসঙ্গত ইজেন আগ্নেয়গিরিটি তার নীল লাভা স্রোতের জন্য বিখ্যাত।