জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। শুক্রবার রাতে হওয়া এই কম্পনের রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৫। টানা ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়। আতঙ্কে মানুষজন ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দারাও ঘর ছেড়ে সমুদ্র থেকে দূরে সরে যান।
ভূ-বিজ্ঞানীরা জানাচ্ছেন, কম্পনের কেন্দ্রস্থল ছিল জাভায়, মাটির ৯১ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতায় বেশ কিছু বাড়ি ধ্বসে পড়ে। বাড়ি ধ্বসে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ৪০টিরও বেশি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। ৬৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের কিছু সময়ের মধ্যেই স্থানীয় প্রশাসন সুনামি সতর্কতা জারি করে। যদিও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।