কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছিল। আলগা হচ্ছিল পাহাড়ি এলাকার মাটি। ধ্বস নামার সম্ভাবনা একটা ছিলই। সেই আশঙ্কাই সত্যি হল বৃহস্পতিবার। কাদা মাটির ধ্বসে চাপা পড়ে গেল ইন্দোনেশিয়ার জাকার্তার ১টি কৃষক অধ্যুষিত গ্রাম। এদিন স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ভয়ঙ্কর ধ্বসটি নামে জাভা দ্বীপ সংলগ্ন বেরবেস জেলায়। সেইসময় পাহাড়ের পাদদেশে ধান জমিতে কাজ করছিলেন বহু কৃষক। আচমকাই তাঁরা ভূমিধ্বসের কবলে পড়েন। ধ্বসের অতর্কিত হামলার গ্রাস থেকে বাঁচতে পারেননি অনেকেই। ভূমিধ্বসের কবলে পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ কৃষকের। নিখোঁজ ১৫ জন। ধ্বসের নিচে চাপা পড়ে আহত হয়েছেন ১৪ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধ্বস নামার আকস্মিকতা কাটিয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে দেন প্রাণে বেঁচে যাওয়া গ্রামবাসীরা। পরে তাঁদের সাহায্য করতে ভূমিধ্বসে আক্রান্ত গ্রামগুলিতে উদ্ধারকারী দল পৌঁছয়। বহু মানুষকে এরফলে ধ্বসের নিচে সমাধিস্থ হওয়ার হাত থেকে বাঁচানো গেছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। তবে আশঙ্কার মেঘ এখনও কাটেনি। কাদামাটির স্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে অনুমান প্রশাসনের। তাঁদের দ্রুত উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলাকারী দল। অন্যদিকে জাভা দ্বীপের বেশ কিছু পাহাড়ি অঞ্চলের মাটি আলগা থাকায় ফের ধ্বসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না স্থানীয় প্রশাসন। সেইসব অঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য ভূমিধ্বসের বিষয়ে সতর্ক করেছে প্রশাসন।