National

নৌসেনায় নতুন পালক দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন আইএনএস কালভেরি

ধরণ স্করপিন ক্লাস সাবমেরিন। নাম আইএনএস কালভেরি। প্রযুক্তি দেশীয়। তৈরিতে সাহায্য করেছে ফ্রান্স। ওজন ১ হাজার ৬০০ টন। লম্বায় ৬৭.৫ মিটার। উচ্চতা ১২.৩ মিটার। ভারতীয় নৌসেনার সমর সরঞ্জামে এমনই এক অত্যাধুনিক সাবমেরিনের সংযুক্তি হল বৃহস্পতিবার। এদিন সকালে মুম্বইতে একটি অনুষ্ঠানে নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে সাবমেরিনটি তুলে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালভেরিকে মেক ইন ইন্ডিয়ার অন্যতম উদাহরণ বলে ব্যাখ্যা করেন। এই প্রথম ভারতীয় নৌসেনায় এমন এক সাবমেরিন যুক্ত হল। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সহ সেনার পদস্থ আধিকারিকরা।

INS Kalvari (S50)


INS Kalvari (S50)

স্করপিন ক্লাস সাবমেরিন কালভেরির বৈশিষ্ট্য অনেক। যারমধ্যে রয়েছে এটি অ্যান্টি শিপ মিসাইল ছুঁড়তে সক্ষম। সক্ষম ১৮টি হেভিওয়েট টর্পেডো ছাড়তেও। জলের তলা থেকে জলের উপরে বা তলায়, যে কোনও লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে পারে কালভেরি। তারসঙ্গে এলাকায় নজরদারি, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিভিন্ন ধরণের যুদ্ধাস্ত্র বহন ও প্রয়োজনে তা লক্ষ্যে ছোঁড়া সহ নানা কাজে পারদর্শী কালভেরি।


INS Kalvari (S50)

INS Kalvari (S50)

কালভেরি সংযুক্তির পর ভারতীয় নৌবাহিনীতে এখন সাবমেরিনের সংখ্যা দাঁড়াল ১৬টি। ১৪টি জ্বালানি তেলে চলে। বাকি ২টি পরমাণু শক্তিতে। ২০১৮ সালে দ্বিতীয় স্করপিন ক্লাস সাবমেরিনটি নৌসেনায় সংযুক্ত হওয়ার কথা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button