আইসিসি টি-২০ দলে নেই কোনও ভারতীয়, অধিনায়ক পাকিস্তানের
আইসিসি তাদের টি-২০ দল সামনে আনল। যে ১২ জনের দলে একজনও ভারতীয় ক্রিকেটার জায়গা পাননি। এটা ভারতীয় ক্রিকেটের জন্য এক বড় আঘাত।
ক্রিকেট বিশ্বকে শাসন করার মত ভারতীয় প্রতিভা যে ভারতীয় দলে রয়েছেন তা মেনে নেন ক্রিকেট বোদ্ধারা। কিন্তু ভারতীয় দল বলেই নয়, বিশ্ব ক্রিকেটের তাবড় নামের একজনকেও খুঁজে পাওয়া গেলনা আইসিসি-র প্রকাশিত টি-২০ দলে।
পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের জায়গা হলেও ভারতীয় একজন ক্রিকেটারও জায়গা পেলেন না এই দলে। যে দলের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে।
ভারত এবার টি-২০ ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুপার ১২ থেকেই। ৩টি তথাকথিত দুর্বল দলকে হারাতে পারলেও দাঁড়াতে পারেনি পাকিস্তান ও নিউজিল্যান্ডের সামনে। ফলে বিদায় নিতে হয় বিরাট, রোহিত, বুমরাহদের।
প্রতিযোগিতায় ভারতের এমন একজন ক্রিকেটারও নেই যিনি নজর কাড়তে পেরেছেন। শোচনীয় পরাজয় স্বীকার করে আমিরশাহী ছাড়তে হয় ভারতকে।
আইসিসি যে দল তৈরি করেছে তাতে ভারতের একজন ক্রিকেটারও জায়গা না পাওয়ার কারণ তাঁদের জঘন্য পারফরমেন্স। আইসিসি যে দল তৈরি করেছে তা তৈরি হয়েছে টি-২০ বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্সের ভিত্তিতেই।
যে দল আইসিসি সামনে এনেছে তা এরকম, দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। টি-২০ বিশ্বকাপে তাঁর সংগ্রহ সর্বাধিক ৩০৩ রান।
এছাড়া দলে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের জোস বাটলার, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, ইংল্যান্ডের মইন আলি, শ্রীলঙ্কার ওয়ানিদু হাসারাঙ্গা, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্জে। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসাবে জায়গা পেয়েছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি।
ব্যাটসম্যান থেকে বোলার, যেভাবে একটি দল সাজানো হয় সেই ক্রমতালিকায় দল সাজিয়ে প্রকাশ্যে এনেছে আইসিসি। যেখানে ভারতীয় দলের একজনের নামও পাওয়া গেলনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা