আইসিসি টি-২০ দলে বড় ধাক্কা ভারতের
আইসিসি তাদের ২০২১ সালের সেরা টি-২০ দল ঘোষণা করেছে। সে দলে চোখ বোলালে ভারতীয় হিসাবে বড় ধাক্কা খেতে হতে পারে।
২০২১ সালের সেরা টি-২০ একাদশ ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। সেই দলে নজর দিলে একবার নয়, যে কোনও ভারতীয় ২-৩ বার চোখ বোলাতে পারেন। এটা নিশ্চিত হওয়ার জন্য যে তাঁর ভুল হচ্ছে না তো! কিন্তু সত্যিই ভুলের অবকাশ নেই। কারণ এই টি-২০ দলে একজনও ভারতীয় ক্রিকেটারের নাম নেই।
আইসিসি ২০২১ সালের ভারতীয় ক্রিকেটারদের পারফরমেন্স খতিয়ে দেখে মনে করছে যে তাদের একজনও এই দলে থাকার মত প্রদর্শন করতে পারেননি। যদিও দলে বাংলাদেশ, শ্রীলঙ্কার খেলোয়াড়ও রয়েছেন। কিন্তু ভারতের একজনও নেই।
দলের অধিনায়ক করা হয়েছে টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা পাক ক্রিকেটার বাবর আজমকে। বাবরের নেতৃত্বে গ্রুপ লিগে একটিও ম্যাচ হারেনি পাকিস্তান। ভারতকেও হারায় তারা। সেমিফাইনাল পর্যন্ত দলকে টেনে নিয়ে যান বাবার।
শুধু বাবর বলেই নন, দলে আছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। তাঁকে উইকেটরক্ষক হিসাবে বাছা হয়েছে। রয়েছেন পাক বোলার শাহিন আফ্রিদি।
এছাড়া দলে রয়েছেন ইংল্যান্ডের ওপেনার জোস বাটলার, দক্ষিণ আফ্রিকার স্পিনার তাব্রাইজ শামসি ও ব্যাটসম্যান এইডেন মার্করাম ও ডেভিড মিলার।
দলে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও জশ হ্যাজেলউড-এর, শ্রীলঙ্কার ওয়ানিদু হাসারাঙ্গা-র এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের।
ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের সঙ্গে দলে জায়গা হয়নি ভারতীয় কোনও খেলোয়াড়ের। যেখানে ভারত এখন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট খেলিয়ে দেশ। ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনও অন্য যে কোনও খেলার চেয়ে অনেক বেশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা