কয়েক মিনিটে শেষ হয়ে গেল একটা গোটা স্টেডিয়ামের টিকিট, কারণটাও পরিস্কার
মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তাতেই শেষ হয়ে গেল একটি গোটা স্টেডিয়ামের টিকিট। এমনটা ক্রিকেট ইতিহাসে বিরল। অথচ প্রতিযোগিতা শুরু হতে এখনও ১ মাস বাকি।
টিকিট বিক্রি শুরু হওয়ার অপেক্ষায় বোধহয় কোমর বেঁধে তৈরি ছিল গোটা বিশ্ব। নাহলে মাত্র কয়েক মিনিটে একটি ম্যাচের সব টিকিট শেষ হয়ে যেতে পারে! হল তো সেটাই। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই মাঠে বসে দেখার জন্য বোধহয় তৈরি ছিলেন সকলে।
২ দেশের এই ক্রিকেট মাঠের লড়াই দেখতে কিন্তু কেবল ২টি দেশের লোকজনই টিকিট সব কিনে নিয়েছেন এমনটা নয়। আরও দেশ থেকেও টিকিট কাটা হয়েছে।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযুদ্ধ দেখতে উঁচিয়ে আছেন সকলে। ভারত পাকিস্তানের মধ্যে খেলা পড়েছে ২৩ অক্টোবর।
ওই দিনের টিকিট বিক্রি শুরু হতেই মাত্র কয়েক মিনিটে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নের সব টিকিট। এমনকি দাঁড়ানোর জায়গার টিকিটও বিক্রি হয়ে যায়।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে এই উন্মাদনা এর আগে বড় একটা দেখা যায়নি। তবে এভাবে এত কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার পিছনে আইসিসি টিকিটের কম দামকেই কারণ হিসাবে দেখাচ্ছে।
কারণ ভারত পাকিস্তান ছাড়াও অনেক ম্যাচের সব টিকিট দ্রুত বিক্রি হয়েছে। কিনেছেন বিশ্বের ৮৫টি দেশের মানুষজন। এবার ছোটদের জন্য আইসিসি প্রথম রাউন্ড ও সুপার ১২-র ম্যাচের টিকিটের দাম করেছে ৫ ডলার। আর বড়দের জন্য ২০ ডলার।
দেখা যাচ্ছে ৮৫ হাজার ছোটদের টিকিট বিক্রি হয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে পরিবারের সকলে ম্যাচ দেখার টিকিট কেটেছেন।