শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে মাঠে আইসিসি-র আইনভঙ্গের অভিযোগে শাস্তির খাঁড়া নেমে এল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও তাঁর সতীর্থ নুরুল হাসানের ওপর। সূত্রের খবর, তাঁদের ম্যাচ ফির ২৫ শতাংশ করে কেটে নেওয়া হয়েছে। এছাড়া তাঁদের ১ করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সাকিব যেভাবে গত শুক্রবারের ম্যাচে নো বল বিতর্ককে কেন্দ্র করে মাঠের বাউন্ডারি লাইনের ধারে এসে চিৎকার চেঁচামেচি করেছেন, খেলোয়াড়দের মাঠ ছেড়ে উঠে আসতে বলেছেন, তার জন্য শাকিবের বিরুদ্ধে খাঁড়া নেমেছে। এটা আইসিসি-র কোড অফ কন্ডাক্ট ভেঙেছে। অন্যদিকে নুরুল হাসান লঙ্কা অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে আঙুল তুলে মাঠে যে ভঙ্গিমায় কথা বলেন তাও আইসিসি আইনভঙ্গের চোখেই দেখছে। অর্থাৎ যে ভয় ছিল যে আইসিসি বাংলাদেশ খেলোয়াড়দের বিরুদ্ধে পদক্ষেপ করবে, সেটাই হল।
এদিকে বাংলাদেশ ড্রেসিং রুমের কাচ ভাঙা নিয়ে আলাদা করে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে আবার নতুন করে বাংলাদেশের খেলোয়াড়দের বিড়ম্বনার মুখে পড়তে হয় কিনা সেদিকেই চেয়ে সকলে।