Sports

টি-২০ বিশ্বকাপ নিয়ে আশা জিইয়ে রাখল আইসিসি

করোনার কারণে বিশ্বজুড়ে নানা ক্রীড়া প্রতিযোগিতার ওপর কালো ছায়া নেমেছে। ভারতে আইপিএল বিশ বাঁও জলে। এই পরিস্থিতিতে টি-২০ বিশ্বকাপ নিয়ে আশা জিইয়ে রাখল আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বৃহস্পতিবার তাদের চিফ এক্সিকিউটিভস কমিটির বৈঠক করে। সেখানে আইসিসি-র ১২ জন স্থায়ী সদস্য ও ৩ জন অ্যাসোসিয়েট প্রতিনিধি যোগ দেয়। বৈঠক হয় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। বৈঠকে সকলে হাতে হাত মিলিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সকলে একমত পোষণ করেন। আগামী দিনে ক্রিকেটের ওপর আসা করোনার প্রভাব কাটাতেও তারা সবরকমভাবে সচেষ্ট হওয়ার আশ্বাস দেয়। সেইসঙ্গে কথা হল আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়েও।

আসন্ন টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা আগামী ১৮ অক্টোবর থেকে। অস্ট্রেলিয়ায় এই আসর বসার কথা। যদিও করোনা প্রভাবিত অস্ট্রেলিয়া সরকার তাদের সীমান্ত সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। তাছাড়া তাদের দেশের যা পরিস্থিতি তাতে তাদের ক্রিকেট মহলই টি-২০ বিশ্বকাপ নিয়ে সন্দিহান। কিন্তু আইসিসি এখনও পুরনো সূচিই ধরে রাখল। তাতে কোনও পরিবর্তন এদিন তারা করেনি। সূচি পিছনো নিয়েও কোনও কিছু জানায়নি।


মনে করা হচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ সময়ে করতেই উৎসাহী। যদিও তা নিয়ে কিছুই জানায়নি আইসিসি। তবু মনে করা হচ্ছে এর মধ্যে দিয়ে আসলে আশা জিইয়ে রাখল তারা। সেইসঙ্গে ২০২১ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ নিয়েও আইসিসি সূচি বদলানোর রাস্তায় হাঁটেনি। এদিন অন্তত তারা এ নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। ফলে আশা জিইয়ে রইল। এরপর হয়তো করোনা পরিস্থিতি দেখে তারা অন্য সিদ্ধান্ত গ্রহণ করতেও পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button