মঙ্গলবার সকালে নিজে অংশ নিয়ে রাইসিনা হিলসে একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক যোগ দিবসের শুভসূচনা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। যোগের সুফলও সকলের সামনে তুলে ধরেন রাষ্ট্রপতি। এদিন রাজ্যে যোগ দিবসের উদ্বোধন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বেলুড় মঠেও এদিন যোগ দিবস পালিত হয়।
ভারতের হাত ধরেই বিশ্ব জুড়ে ২১ জুন পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। তারই দ্বিতীয় বর্ষে এদিন যোগ বিশ্ব উপলক্ষে দেশের বিভিন্ন কোণায় যোগ সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন জায়গায় আয়োজিত অনুষ্ঠানগুলিতে অংশ নেন কেন্দ্রের বিভিন্ন মন্ত্রী। ভোপালে ছিলেন স্মৃতি ইরানি, নাগপুরে ছিলেন নিতিন গডকরী। রণতরী আইএনএস বিরাটে যোগাভ্যাস করেন ভারতীয় জওয়ানরা। যোগ দিবস উপলক্ষে একটি বেসরকারি উড়ানে মাটি থেকে ৩৩ হাজার ফুট উচ্চতায় যোগাভ্যাস করেন যাত্রীরা। শুধু ভারতেই নয়, আমেরিকা, আর্জেন্টিনা সহ বিশ্বের বিভিন্ন দেশে এদিন যোগ দিবস পালিত হয়েছে মহা উৎসাহে। আমেরিকার টাইমস স্কোয়ার যোগ দিবসে অংশ নিতে ভিড় ছিল চোখে পড়ার মতন। অন্যদিকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস একটি কালচালার সেন্টারে যোগাভ্যাসে অংশ নেন সে দেশের বহু মানুষ।