২১ জুন দিনটির মাহাত্ম্য বহুল। প্রথমত এটি উত্তর গোলার্ধে বসবাসকারীদের জন্য কর্কট সংক্রান্তি। ২১ জুন সূর্যের উত্তরায়ণ শেষ হয়। এদিন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর অবস্থান করে। উত্তর গোলার্ধে বসবাসকারীদের জন্য বছরের সবচেয়ে বড় দিন এটিই। এর পর থেকেই সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে আস্তে আস্তে যেতে থাকবে, উত্তর গোলার্ধে ছোট হতে থাকবে দিন, একসময় আসবে শীতকাল। ভূগোলের পাতার সেই ছোটবেলার জ্ঞান অনুযায়ী ২১ জুনের মাহাত্ম্য রয়েছে। আবার ১৯৭৬ সাল থেকে দিনটি আন্তর্জাতিক মিউজিক ডে বা সঙ্গীত দিবস। যা ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিশ্বের সঙ্গীত জগত ও সঙ্গীত প্রেমী মানুষজনের জন্য অবশ্যই অন্য মাত্রা রাখে। সারা পৃথিবী জুড়ে দিনটিকে সুরে সুরে পালন করছেন অগণিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীতানুরাগী। ২১ জুনের এই ২ মাহাত্ম্যের পর মাত্র ৩ বছর হল যুক্ত হয়েছে যোগ। আন্তর্জাতিক যোগ দিবস হিসাবেও পালিত হচ্ছে দিনটি। ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সর্বসম্মতভাবে দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৫ সালের ২১ জুন থেকে শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবস পালন। বিশ্বকে ভারতের এক অমোঘ দান যোগ। তারই স্বীকৃতি হিসাবে দিনটি বিশ্ব জুড়ে পালিত হওয়া শুরু হয়েছে। এবার তা তৃতীয় বছরে পা দিল।