আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উৎসাহ কারও অজানা নয়। দিনটি নিয়ে তাঁর বিশেষ দুর্বলতা আছে। ২০১৫ থেকে প্রতি বছরই এই দিনটিতে প্রধানমন্ত্রীকে যোগাভ্যাসে দেখতে পান দেশবাসী। তাও আবার একা নয়, সকলের সঙ্গে। এবারও তার অন্যথা হলনা। আমেরিকা উড়ে যাওয়ার আগে এদিন লখনউতে যোগাভ্যাসে দেখতে পাওয়া গেল প্রধানমন্ত্রীকে। বুধবার সকালে লখনউয়ের রামাবাই আম্বেদকর মাঠে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দিসব পালনে দেখা গেল প্রধানমন্ত্রীকে। আকাশে তখন মেঘের আস্তরণ। পড়ে চলেছে বৃষ্টি। যদিও সেই বৃষ্টি প্রধানমন্ত্রীকে দমাতে পারেনি। বৃষ্টিতে ভিজেই যোগাভ্যাসে ব্রতী হন তিনি। এদিকে এদিন লখনউয়ের কাছেই রাস্তার ওপর শবাসন করে বিক্ষোভ দেখায় ভারতীয় কিষাণ ইউনিয়ন। বহু কৃষক এই বিক্ষোভে সামিল হন। মধ্যপ্রদেশে শবাসন করে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় মধ্যপ্রদেশ কংগ্রেস। শুধু লখনউ বলে নয় সারা দেশ জুড়েই এদিন পালিত হয়েছে যোগ দিবস। মহারাষ্ট্রে সস্ত্রীক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের যোগাভ্যাসে তাঁদের পাশে দেখা যায় বলিউড তারকা জ্যাকি শ্রফকে। মুম্বইতে ভারতীয় নৌসেনার তরফে পালিত হয়েছে যোগ দিবস। নৌসেনা আধিকারিকরা আইএনএস বিক্রমাদিত্যের ডেকে যোগাভ্যাস করেন। রাঁচির মোরহাবাদী মাঠে এদিন অনেকের সঙ্গে যোগাভ্যাস করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। দিল্লির কনটপ্লেসে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তেও আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও এদিন পালিত হয় যোগ দিবস। চিন, ইংল্যান্ড, আমেরিকা সহ বিশ্বের অনেক দেশে এদিন সাড়ম্বরেই পালিত হয় যোগ দিবস।