দিন মাহাত্ম্যে আজ এক অনন্য ২১ জুন
আজ ২১ জুন। কিন্তু আজকের দিনটি দিন মাহাত্ম্যে এক অসাধারণ দিন।
২১ জুন রবিবার। আর পাঁচটা দিনের মতই শোনাচ্ছে। কিন্তু এই একটি দিন যে কত দিবস পালন করল তা শুনলে অবাক হতে হয়। ভূগোলের চিরাচরিত নিয়মে ২১ জুন হল উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন। ফলে সেদিক থেকে দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবার আজ সূর্যের বলয়গ্রাস গ্রহণ ছিল। যে গ্রহণটি দীর্ঘ সময় ধরে চলেছে। এই বিরল মহাজাগতিক বিস্ময় প্রত্যক্ষ করলেন সাধারণ মানুষ থেকে বিজ্ঞানীরা। সেদিক থেকেও দিনটি গুরুত্বপূর্ণ।
২১ জুন আবার বিশ্ব যোগ দিবস। ভারতের যোগাভ্যাসের গুণাগুণ নিয়ে এখন গোটা বিশ্ব অবহিত। সব দেশেই যোগা করেন বহু মানুষ। সুস্থ সুন্দর জীবন কাটাতে তাঁরা বেছে নিচ্ছেন ভারতীয় যোগকে। গোটা বিশ্বকে ভারতের এই দান সম্মান পায় ২০১৪ সালে। রাষ্ট্রপুঞ্জের তরফে ঘোষণা করা হয় ২১ জুন দিনটি বিশ্ব যোগ দিবস হিসাবে পালিত হবে। সেই থেকে ২১ জুন প্রতি বছর সারা বিশ্বে পালিত হয় যোগ দিবস হিসাবে।
২১ জুন আবার এ বছর পড়েছে ‘ফাদার্স ডে’। বিশ্বজুড়ে দিনটি পালিত হয় সন্তানদের তরফ থেকে পিতাদের সম্মান জানিয়ে। বিশ্বজুড়েই পালিত হয় দিনটি। ফলে সেদিক থেকেও এবার ২১ জুন গুরুত্বপূর্ণ। আবার ২১ জুন হল বিশ্ব সঙ্গীত দিবস। দিনটিকে সারা বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষজন ধুমধাম করেই পালন করেন। সুর-সঙ্গীতের সঙ্গে যুক্ত মানুষজন দিনটিকে পালন করেন সম্মানের সঙ্গে।