National

আইফায় বাজিরাওয়ের বাজিমাত

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি পুরস্কারে বাজিমাত করল সলমন খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ও সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ঐতিহাসিক প্রেমগাথা ‘বাজিরাও মস্তানি’। ২০১৫ সালের সিনেমার মূল্যায়নে স্পেনের মাদ্রিদে এক ঝলমলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে দাপট দেখাল এই দুই সিনেমা। ১৭ তম আইফা অ্যাওয়ার্ডে কবীর খানের ‘বজরঙ্গি ভাইজান’ পেল সেরা সিনেমার তকমা।

অন্যদিকে ‘বাজিরাও মস্তানি’-র জন্য সেরা পরিচালকের পুরস্কার পকেটে পুরলেন সঞ্জয় লীলা বনশালি। বাজিরাওয়ের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। এই ছবির জন্য সেরা মহিলা পার্শ্বচরিত্রের পুরস্কার জিতেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার জিতেছেন সুদীপ চট্টোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন বিভাগ মিলিয়ে আইফা থেকে বাজিরাও মস্তানির প্রাপ্তি ১৩টি পুরস্কার। ‘পিকু’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘দম লাগাকে হাইসা’ সিনেমার ‘মোহ মোহ কে ঢাগে’ গানের জন্য সেরা মহিলা কণ্ঠশিল্পীর পুরস্কার জিতেছেন মোনালি ঠাকুর। একই গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন পাপন। উইমেন অফ দ্যা ইয়ারের বিশেষ পুরস্কার জিতেছেন প্রিয়াঙ্কা চোপড়া।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button