ফের ঠিকানা বদলাচ্ছে কলকাতা বইমেলা। প্রথমে রবীন্দ্র সদন। তারপর পার্ক স্ট্রিট সংলগ্ন ময়দান। অবশেষে মিলনমেলা। একের পর এক ঠিকানা বদল করেছে এ শহরের সবচেয়ে বড় বই উৎসব। ফের সেই উৎসবের স্থান পরিবর্তিত হতে চলেছে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে হবে আগামী বইমেলা। বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বইমেলার নতুন এই ঠিকানা চূড়ান্ত করেন মঙ্গলবার।
স্থান পরিবর্তন হলেও স্বাদ যে একই থাকবে তার আশ্বাস দিয়েছেন ত্রিদিববাবু। গত বইমেলায় স্টলের সংখ্যা ছিল ৭৪৬টি। প্রায় ১৮ একর জায়গা জুড়ে ছিল এই মেলা। অন্যদিকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে জমি রয়েছে ১৩-১৪ একর মত। জায়গা কম হলেও স্টলের পরিমাণ কমবেনা বলে আশ্বাস দিয়েছেন গিল্ড সভাপতি।
২০১৭-র বইমেলা চলাকালীনই উদ্যোক্তাদের জানানো হয়েছিল যে পরের বছর মিলনমেলার মাঠে সংস্কারের কাজ চলবে। বইমেলা সরাতে হবে। পরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেন্ট্রাল পার্ককে আগামী বছর বইমেলার ঠিকানা হিসাবে বেছে নেওয়া হয়।