ভারতে শুরু হতে চলা শ্যুটিং ওয়ার্ল্ড কাপে ২ পাক শ্যুটারকে ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দেয় ভারত সরকার। এদিকে ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তলের এই প্রতিযোগিতা থেকে জাপানে হতে চলা অলিম্পিকে সুযোগ পাওয়া নির্ভর করে আছে। ফলে এই সিদ্ধান্তে বেঁকে বসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। কমিটির তরফে বোঝানোর চেষ্টা হলেও পুলওয়ামা কাণ্ডের পর যে কোনও পাক খেলোয়াড়কে ভিসা প্রদান করা যাবে না স্পষ্ট করে দেয় ভারত।
ভারতের এই সিদ্ধান্ত স্পষ্ট হওয়ার পর অলিম্পিক কমিটি জানিয়ে দিল ভারত যদি পাক খেলোয়াড়দের ভিসা না দেয় তাহলে তারা এখানে প্রতিযোগিতার আয়োজন করবে না। শুধু এই শ্যুটিং প্রতিযোগিতা বলেই নয় ভারত অলিম্পিক সংক্রান্ত যে যে প্রতিযোগিতা আয়োজন করার আবেদন করেছে সেগুলিও বাতিল করা হবে বলে জানিয়ে দেয় তারা।
অলিম্পিক কমিটি জানিয়েছে ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে যে তারা সব প্রতিযোগীকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেবে। তবেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকেও অলিম্পিক কমিটির তরফে আবেদন করা হয়েছে তারা যেন ভারতে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন না করে। এটা ভারতের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)