SciTech

উড়ন্ত পিৎজা বানিয়ে তাক লাগিয়ে দিলেন মহাকাশচারীরা

পিৎজার নাম শুনলেই জিভে জল চলে আসে অনেকের। সারা বিশ্বের পিৎজাপ্রেমীদের মন রাখতে বিভিন্ন কোম্পানি বাজারে নিয়ে এসেছে নানা স্বাদের লোভনীয় পিৎজার সম্ভার। আর পৃথিবীর বাইরে যারা রয়েছেন? তাঁদের কি পিৎজা খেতে ইচ্ছা করে না? পিৎজা খাওয়ার লোভ সামলাতে না পেরে শেষপর্যন্ত মহাকাশচারীরা নিজেরাই বানিয়ে খেলেন সসে টইটম্বুর সুস্বাদু পিৎজা। কিন্তু মহাশূন্যে তো সবকিছুই ওজনহীন। তাহলে পিৎজাটা তৈরি হবে কি করে? সেই অসম্ভবই সম্ভব হয়ে উঠল ৬ জন মহাকাশচারীর মিলিত প্রচেষ্টায়।

গত রবিবার সকালেই পিৎজা তৈরি সরঞ্জাম পৌঁছে গিয়েছিল আন্তর্জাতিক স্পেস স্টেশনের বাসিন্দাদের হাতে। তাঁদের উড়ন্ত পিৎজা তৈরির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। মহাকাশের বুকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পিৎজা তৈরির কয়েক মিনিটের সেই মজাদার ভিডিও এরমধ্যে ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে। হাত থেকে পিছলে পিৎজা উড়ন্ত চাকির মতো ভেসে বেড়াচ্ছে মাথার উপর। আবার তাকে টেনে নিচে নামিয়ে সাজিয়ে গুছিয়ে তুলছেন মহাকাশচারীরা। এক হাত থেকে আরেক হাতে উড়ে উড়ে সেজে উঠছে পিৎজা। উড়ন্ত সেই পিৎজায় কামড় দিয়ে তাঁরা পরিতৃপ্ত বলেই জানিয়েছেন মহাকাশের রাঁধুনিরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button