মহাকাশে ব্যাগ হারিয়ে ফেললেন নাসার নভশ্চর, দেখা যাচ্ছে পৃথিবী থেকে
তিনি দেখতে পাচ্ছেন না। তবে পৃথিবী থেকে দিব্যি দেখা যাচ্ছে হারানো ব্যাগটিকে। যা নাসার এক নভশ্চরের হাত ফসকে পড়ে যায় মহাশূন্যে।
মহাকাশে থাকা স্পেস স্টেশনে মাসের পর মাস থেকে গবেষণার কাজ করেন মহাকাশচারীরা। নাসার ২ মহাকাশচারী লোরাল ও’হারা এবং জেসমিন মোঘবেলি স্পেস স্টেশনেই ছিলেন। কিন্তু স্পেস স্টেশনের বাইরে কয়েকটি কাজ সারতে তাঁরা সেখান থেকে বেরিয়ে বাইরের মহাশূন্যে ভেসে পড়েন।
তারপর স্পেস স্টেশনেরই বাইরের অংশে ভেসে ভেসেই কাজ শুরু করেন। এই সময় এঁদের হাত ফসকে একটি টুলবক্স মহাকাশে ভেসে যায়।
সাদা রংয়ের টুলবক্সটির সাকুল্যে দাম ভারতীয় মুদ্রায় ৮৩ লক্ষ টাকার কিছু বেশি। সেই মূল্যবান ব্যাগ হাত ফসকানোর পর হারিয়ে যায় মহাশূন্যে। নভশ্চররা আর তার নাগাল পাননি। সেটি মহাশূন্যে তখনকার মত হারিয়ে যায়।
এদিকে ব্যাগ হারানোর খবর মহাকাশ বিজ্ঞানীরাও পান। তাঁরা আকাশে নজর রেখে দেখেন ব্যাগটি এখন অন্য কৃত্রিম উপগ্রহের মতই পৃথিবীর কক্ষে ঘুরছে। টেলিস্কোপের সাহায্যে সেই ব্যাগটিকে দিব্যি দেখা যাচ্ছে।
সাদা ব্যাগটি ভেসে যাচ্ছে মহাকাশে। বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবীপৃষ্ঠ থেকে ২০০ মাইল উপরে কক্ষে ঘুরতে থাকা ব্যাগটি আগামী ৪ মাসের মধ্যে বায়ুমণ্ডলে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে যাবে।
সেটি পৃথিবীতে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা তাঁরা দেখছেন না। তবে ব্যাগটি দেখা গেলেও তা উদ্ধার করাও আর সম্ভব নয়। এভাবে মহাকাশে হাত ফসকে ব্যাগ হারানোর ঘটনা বেশ অবাক করেছে বিশ্ববাসীকে। এখন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বরং টেলিস্কোপে নজর দিয়ে সেই ব্যাগটিকে পর্যবেক্ষণ করছেন।