Sports

মহাকাশেও অলিম্পিকস জ্বর, অন্যরূপে সাজল রাত

অলিম্পিকস জ্বরে কাবু এখন গোটা বিশ্ব। প্রতিটি দেশ তাকিয়ে আছে দেশের পদক প্রাপ্তির দিকে। অলিম্পিকস জ্বর থেকে রেহাই পেল না মহাকাশও।

প্যারিস মানেই সৃজনশীল ভাবনার পীঠস্থান। অলিম্পিকসের উদ্বোধনেই তাদের সেই সৃষ্টিশীলতার পরিচয় দিল সিনেমা, কবিতার শহর। এতদিন ধরে চলে আসা অলিম্পিকসের উদ্বোধনী প্যারেডে প্রতিটি দেশ কোনও স্টেডিয়ামে হাঁটল না, আনন্দে ভেসে গেল প্যারিসের জীবনরেখা স্যেন নদীর বুক চিরে।

প্রবল বৃষ্টির মাঝেই উদ্বোধনী অনুষ্ঠান তার নিজের অভিনবত্বে ঝলমল করল। তারপর যখন গোটা প্যারিস ক্লান্ত হয়ে ঘুমের দেশে তখনও মহাকাশে ভেসে বেড়ানো আন্তর্জাতিক স্পেস স্টেশনে অলিম্পিকসের উদযাপন অব্যাহত।


সেখান থেকে তোলা হল ঘুমিয়ে পড়া প্যারিসের আলোকোজ্জ্বল এক ছবি। পৃথিবীর মাটি থেকে বহু বহু উঁচুতে অবস্থিত আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সেই আলোয় মোড়া প্যারিস তখন রূপকথার চেয়ে কম কিছু নয়।

সেই ছবি প্রকাশিত হওয়ার পর তা ছড়িয়ে পড়ে হুহু করে। নাসা সেই অসামান্য ছবি শেয়ার করে নিয়েছে। যা বিশ্ববাসীকে এক অন্য রূপে প্যারিস শহরকে চিনিয়েছে।


স্পেসএক্স সিইও ইলন মাস্ক এই ছবিতে কমেন্ট করে একে অলিম্পিকসের লেজার শো বলে চিহ্নিত করেছেন। প্রসঙ্গত প্যারিসে শুরু হওয়া অলিম্পিকসের আসরে এবার বিশ্বের ২০০টি দেশ অংশ নিয়েছে। নিজেদের পরিচয় করিয়েছে স্যেন নদীর বুকে নৌকায় ভেসে।

সেই জল প্যারেডে শামিল হয়েছিল ভারতও। ভারতের পতাকা বহন করেন পিভি সিন্ধু। ভারত এবার ১১৭ জন খেলোয়াড়কে পাঠিয়েছে বিশ্ব ক্রীড়ার সর্বোচ্চ আসরে। আপাতত ২ অঙ্কে পদক সংখ্যা নিয়ে যাওয়াই ভারতের প্রধান লক্ষ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button