সুনিতার মহাকাশ থেকে ফেরা কবে, সঙ্গে কতজন থাকছেন, কি স্থির হল
ক্রু-১০-কে সঙ্গে করে ড্রাগন মহাকাশযান আইএসএস পৌঁছে গেছে। এবার সুনিতা উইলিয়ামসের ফেরার পালা। কবে ফিরছেন তিনি। সঙ্গে কে কে থাকছেন। জানা গেল সেকথা।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গেলেন ক্রু-১০-এর মহাকাশচারীরা। এঁদের মধ্যে ২ জন নাসার, ১ জন জাপানের ও ১ জন রাশিয়ার নভশ্চর রয়েছেন। তাঁদের দায়িত্বে এখন থাকবে আন্তর্জাতিক স্পেস স্টেশন। আর ক্রু-৯-এর সদস্যরা এবার পৃথিবীতে ফিরে আসবেন।
এঁদেরই সঙ্গে পৃথিবীতে ফিরবেন সুনিতা এবং বাচ। প্রায় সাড়ে ২৮ ঘণ্টায় ড্রাগন যান ক্রু-১০-কে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে দেয়। রবিবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে সফল ডকিং করে যানটি।
মহাকাশ গবেষণা কেন্দ্রে নতুন দলকে স্বাগত জানান সুনিতা এবং বাচ। এবার তাদের সেখানে কিছুটা অভ্যস্ত হওয়ার পালা। ক্রু-৯-এর কাছ থেকে কাজ বুঝে নেওয়ার পালা।
তারপরই ক্রু-৯-এর সদস্যরা এবং সুনিতা ও বাচ ডকিং করা সেই যানেই পৃথিবীতে ফিরে আসবেন। সঠিক দিনক্ষণ জানা না গেলেও দ্রুত যে সুনিতারা পৃথিবীতে ফিরছেন তা স্থির হয়েছে।
আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস-এ সর্বদাই মহাকাশচারীরা থাকেন। সেখানে নানা পরীক্ষার কাজ করেন। এজন্য একটি করে দল যায়। আর যে দল আগে গিয়েছিল তারা ফেরত আসে।
ক্রু-৯ হিসাবে গত জুন মাসে যে দলটি আন্তর্জাতিক স্পেস স্টেশনে কয়েকমাসের জন্য যায়, তাদের সঙ্গী হন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর সুনিতা উইলিয়ামস এবং নভশ্চর বাচ উইলমোর।
এই ২ জনের সেখানে দিন সাতেক কাটিয়ে যে মহাকাশযানে করে ক্রু-৯ গিয়েছিল তাতেই পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে সেই যানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ফলে মানুষকে নিয়ে সে যান পৃথিবীতে ফেরার মত অবস্থায় ছিলনা।
তারপর থেকে নানা সময়ে সুনিতাদের ফেরানোর সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। কিন্তু কোনও না কোনও কারণে তা ধামাচাপা পড়ে গেছে। এমন করে প্রায় ১০ মাস আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রেই কাটিয়ে দেন ৭ দিনের জন্য সেখানে যাওয়া সুনিতা এবং বাচ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা