প্রায় ৭০ হাজার পেন্সিল আছে তাঁর বাড়িতে, কারণটা মজাদার
বাড়িতে পেন্সিল তো অনেকের থাকে। তা বলে প্রায় ৭০ হাজার? অবাক করা হলেও এটাই সত্যি। সেই পেন্সিলের বৈশিষ্ট্য চমকে দিতে পারে।
এক যুবকের সংগ্রহে রয়েছে ৭০ হাজার পেন্সিল। যা কার্যত গোটা বিশ্বের চোখ কপালে তুলে দিয়েছে। রেকর্ড তো বটেই। সেই রেকর্ড সৃষ্টির আগে তাঁর কটা পেন্সিল বাড়িতে আছে তা একটা একটা করে গুনে দেখা হয়। আর তা দেখতে গিয়েই দেখা যায় পেন্সিলের সংখ্যা ৬৯ হাজার ২৫৫টি। যাকে প্রায় ৭০ হাজার বলাটা খুব ভুল হবে না।
এই বিপুল সংখ্যক পেন্সিলের মধ্যে এমন অনেক পেন্সিল রয়েছে যার একটা পুরাতনি গুরুত্ব রয়েছে। শতবর্ষ পুরনো পেন্সিল রয়েছে আমেরিকার আইওয়া অঞ্চলের বাসিন্দা অ্যারনের কাছে।
৩৬ বছরের অ্যারন এই সব পেন্সিল সংগ্রহ করেন সাধারণ দোকানের পাশাপাশি বিভিন্ন পুরনো সামগ্রির দোকান থেকেও। নানা প্রান্ত থেকে এসব পেন্সিল তিনি সংগ্রহ করে তবে এই ৭০ হাজারি পেন্সিলের পাহাড় তিনি তৈরি করেছেন। যা সম্প্রতি একটি মিউজিয়ামে প্রদর্শিতও হয়েছে।
সেখানেই বিশ্ব রেকর্ডও করেন অ্যারন। এর আগে ২৪ হাজার পেন্সিল সংগ্রহ করে প্রথম স্থান যাঁর হাতে ছিল তাঁকে কার্যত উড়িয়ে দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি পেন্সিলের মালিক হয়েছেন অ্যারন।
পেন্সিল জমানোর শুরুটা বেশ মজাদার। অ্যারন তখন স্কুলে পড়েন। বড়দিনের সময় মানে তো আমেরিকা জুড়ে সব মানুষের আনন্দে মেতে ওঠা। সেই আনন্দের মুহুর্তে তাঁর স্কুলের এক শিক্ষিকা তাঁর ছাত্রদের একটি করে পেন্সিল উপহার দেন। সেই ছাত্রদের মধ্যে অ্যারনও ছিলেন একজন।
অ্যারন পেন্সিলটি হাতে পাওয়ার পর পেন্সিল নামক জিনিসটির প্রতি তাঁর এতটাই টান তৈরি হয় যে তারপর থেকেই শুরু হয় তাঁর পেন্সিল জমানো। যা এখন প্রায় ৭০ হাজার ছুঁই ছুঁই করছে।